শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

ফেনী পরশুরাম উপজেলা নির্বাচন টক অফ দি টাউন

ফেনী প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩০ Time View
ফেনী পরশুরাম উপজেলা নির্বাচন টক অফ দি টাউন
ফেনী পরশুরাম উপজেলা নির্বাচন টক অফ দি টাউন

ফেনী জেলার পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার‌ম্যান সহ তিনটি পদের প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ।

সোমবার (২২ এপ্রিল) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে অন‍্যান‍্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়াতে তিনটি পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীরা সকলেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সদস‍্য।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, এই পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম চৌধুরী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সাবেক সদস্য এম সফিকুল হোসেন মহিম ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এই পদে চারজন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম রিটু, শ্রমিক লীগের সভাপতি আবদুর রসুল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইকরামুল করিম চৌধুরী রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

একই ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া বিনা প্রতিদন্ধিতায় আবারো নির্বাচিত হয়েছেন। এই পদে সাবেক উপজেলা আওয়ামালীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম এনামুল করিম মজুমদার বাদলের সহধর্মীনি নিলুফা ইসলামিন মজুমদার তার প্রার্থীতা প্রত‍্যাহার করে নিয়েছেন।

পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়া সব প্রার্থীরা সকলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের। উপজেলা চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্বা ফিরোজ মজুমদারের সাথে যে দুইজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা সবাই ফিরোজ মজুমদারের শিষ্য তাই তাদের রাজনৈতিক গুরু ফিরোজ মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। সাধারণ সম্পাদক আরো বলেন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিরা ও সবাই দলীয় তাই তারা আলোচনা করে নিজেরা নিজেরা ঐক্যবদ্ব হয়ে একজনকে সমর্থন দিয়েছেন।

পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে সাংবাদিক সম্মেলন করে বলেন, ফিরোজ মজুমদার রাজনৈতিক জীবনে আমার গুরু আমি তার হাত ধরে রাজনীতিতে এসেছি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করার ইচ্ছা পোষণ করায় আমি তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার তানজিদা ইয়াসমিন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।তারা হলেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা ফিরোজ আহাম্মদ মজুমদার, ভাইস চেয়ারম্যান এম সফিকুল হোসেন মহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদন্ধিতায় নির্বাচিত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে ৮ মে হওয়ার কথা ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin